ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২০ এপ্রিল

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে। চলবে ১০ মে পর্যন্ত। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘সাধারণ ভর্তি কমিটির’ সভায় এই সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সভায় উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৩ জুন। কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জুন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন, সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন, চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন অনুষ্ঠিত হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ