ঢাকায় পথ ভুলে শাহিন রাণীনগর থানা হেফাজতে : বাবা-মার সন্ধানে পুলিশ

রাণীনগর প্রতিনিধি: ঢাকা মীরপুর এক কওমী মাদ্রাসায় পড়ুয়া শাহিন আলম (১০) কে নিয়ে বিপাকে পড়েছে নওগাঁর রাণীনগর থানা পুলিশ। পথ ভুলে রাণীনগরে চলে এসেছে শাহিন আলম বলে ছেলেটি জানায়।
ছেলেটি জানায়, তার নাম মো: শাহিন আলম (১০)। ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম এলাকার মো. রশিদের ছেলে। এই ছেলেটি ঢাকা মীরপুর কওমী মাদ্রাসায় লেখাপড়া করে ও তার বাবা পেশায় একজন রড় মিস্ত্রি বলে জানায়।
রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, গত বৃহস্পতিবার নওগাঁর জেলার রাণীনগর রেলওয়ে স্টেশনে এই ছেলেটিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে রাণীনগর থানা পুলিশের হেফাজতে দেয়। ওই দিন রাতে ওই ছেলেকে রাণীনগর থানার এক পুলিশ ও স্থানীয় একজন লোক সাথে নিয়ে তার দেওয়া তথ্য মতে ঢাকায় গেলে তার বাবা-মার কোন সন্ধান পাওয়া পাইনি।
আবার ওই ছেলেটিকে গত শুক্রবার তারিখে রাণীনগর থানায় নিয়ে আসা হয়েছে। যদি কেউ এই ছেলেটিকে চিনেন তাহলে রাণীনগর থানা পুলিশের সাথে যোগায়োগ করুন। বর্তমানে এই ছেলেটি রাণীনগর থানা পুলিশের হেফাজতে আছে। যোগায়োগের ঠিকানা:- ওসি, রাণীনগর থানা, নওগাঁ, মোবাইল:-০১৭১৩-৩৭৩৮৩৭।