ডেল্টা ভ্যারিয়েন্ট; ইসরায়েলে ১২ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকাতে ১২ বছর এবং এর উপরের বয়সীদের বুস্টার ডোজ টিকা দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক ক্যাম্পেইনে এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।

প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, আমরা সব নাগরিকের বুস্টার ডোজ দেওয়া নিশ্চিত করবো। আমি ১২ বছর বয়সীদের আহ্বান জানাচ্ছি দ্রুত তৃতীয় ডোজ নেওয়ার জন্য।

রোববার ঘোষণা দেওয়ার পর দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ফাইজার-বায়োটেক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের কার্যকারিতা ছয় মাস পরে হ্রাস পাচ্ছে, যার কারণে বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিষয়ক প্রধান শ্যারন এলরোয় বলেন, তৃতীয় ডোজের মাধ্যমে, দ্বিতীয় ডোজ দেওয়ার পর আরও বেশি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি এক কনফারেন্সে আরও বলেন, তৃতীয় ডোজ নিলে একজন মানুষের সুরক্ষা স্তর ১০ গুণ বেড়ে যায়। দ্বিতীয় ডোজ দেওয়ার অন্তত পাঁচ মাস পর তৃতীয় ডোজ দেওয়া যেতে পারে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন