বিভাগীয় কমিশনার ও ডিসির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার জি.এস.এম জাফরউল্লাহ ও জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে পৌঁছান তাঁরা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তাঁরা।

প্রত্যন্ত গ্রামে মহান মুক্তিযুদ্ধের এতো ইতিহাস সমৃদ্ধ একটি জাদুঘর নির্মাণ করায় বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে অভিনন্দন জানিয়েছেন রাজশাহীর ডিসি আব্দুল জলিল ও বিভাগীয় কমিশনার জি.এস.এম জাফরউল্লাহ, এনডিসি। পরিদর্শন শেষে তাঁদের হাতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির লেখা বই উপহার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখ।

জি/আর