ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রথম দিনে ১৬৮ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। ডেঙ্গু আতঙ্কের মধ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু শনাক্তকরণ ডিভাইস আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান সাংবাদিকদের বলেন, ডেঙ্গু শনাক্তকরণের ডিভাইসটির দৈনিক সক্ষমতা ১৫০। অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ ১৫০ শিক্ষার্থী ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষা করাতে পারবেন। শিক্ষার্থীদের চাপ বেশি হওয়ায় গতকাল ১৬৮ জনের রক্তের নমুনা নেওয়া হয়। তবে এখন থেকে ১৫০–এর বেশি নমুনা নেওয়া যাবে না।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।