ডিপিএল, বিপিএল খেলা ইংলিশ ক্রিকেটার অবসরে

সুদূর ইংল্যান্ডের বাসিন্দা হয়েও বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে তিনি খেলেছিলেন। এ ছাড়া তিনি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন। এবার সবধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ৪০ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার পিটার ট্রেগো।

ইংলিশ কাউন্টি ক্লাব সমারসেটের জার্সিতে পিটার ট্রেগো একজন গ্রেট। পেশাদার ক্রিকেটে প্রায় ২২ বছরের পথচলার বেশির ভাগ সময় কাটিয়েছেন সমারসেটে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২৩ ম্যাচে ১৫ সেঞ্চুরিতে রান ৯ হাজার ৬৪৪। ব্যাটিং গড় ৩২.৮০। উইকেট নিয়েছেন ৩৯৫টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০৬ ম্যাচে ১০ সেঞ্চুরিতে রান ৫ হাজার ৫৭, গড় ৩১.৮০। উইকেট ১৭৩টি। টি-টোয়েন্টিতে ২১১ ম্যাচে ১২৫.৭৮ স্ট্রাইক রেটে রান ৪ হাজার ১২৭। উইকেট ৭৮টি।

২০১১ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পিটার ট্রেগোর পথচলা শুরু। ২০১১-১২ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন আবাহনীর হয়ে। সেখানে দারুণ পারফর্ম করার পর ২০১২ বিপিএলে তাকে দলে নেয় সিলেট রয়্যালস। অলক কাপালীর নেতৃত্বে টুর্নামেন্ট শুরু করা দলটি পরে অধিনায়কত্ব দেয় ট্রেগোকে। সেই আসরে সিলেটের হয়ে ৯ ইনিংসে ৩৮.৮৭ গড় ও ১১৪.৩৩ স্ট্রাইক রেটে ৩১১  রান করেন তিনি, উইকেট নেন ৬টি।

 

সূত্রঃ কালের কণ্ঠ