ডিজিটাল সিকিউরিটি বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডিজিটাল সিকিউরিটি বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আর রাষ্ট্রপতির স্বাক্ষরের ফলে ডিজিটাল সিকিউরিটি  বিলটি আইন হিসেবে কার্যকর হলো। রাষ্ট্রপতি সোমবার এই বিলে স্বাক্ষর করেছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন।

ডিজিটাল সিকিউরিট আইন-২০১৮ এখন গেজেট আকারে প্রকাশ করবে সরকার।

এর আগে ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল সিকিউরিটি বিল-২০১৮ পাস হয়েছে। সেদিন সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বিলটি পাসের প্রস্তাব করলে পরে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটি পাসের আগে এর উপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

চলতি বছরের ৯ এপ্রিল ডিজিটাল সিকিউরিটি বিল সংসদে উঠলে এটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।

এর পর ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ প্রতিবেদনটি উপস্থাপন করেন। তার আগে ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৮ চূড়ান্ত করে সংসদীয় স্থায়ী কমিটি।