ডা. মঈনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, মর্মাহত স্বাস্থ্যমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

করোনায় আক্রান্ত হয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুর তথ্যটি স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীকে জানালে তিনি শোক প্রকাশ করেন বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

করোনা ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া মৃতের পরিবার যাতে দ্রুত প্রধানমন্ত্রী ঘোষিত সহায়তা পায় সেটিও নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডা. মঈনের মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত।

মন্ত্রী এসময় জানান, গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এই নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ জন। এছাড়া এই সময়ের মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৯ জনের শরীরে।

গেল ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

 

সুত্রঃ সময়