ডালাসে হামলাকারীর বাসায় বোমার সরঞ্জাম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে এক হামলাকারীর বাসায় বোমা তৈরির সরঞ্জাম, রাইফেল, গুলি ও যুদ্ধসংক্রান্ত বই পাওয়া গেছে। শুক্রবার দেশটির পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

 

গত মঙ্গল ও বুধবার যুক্তরাষ্ট্রে দুই কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। শেতাঙ্গ পুলিশদের এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভে নামে কৃষ্ণাঙ্গ ও বর্ণবাদ বিরোধী। বৃহস্পতিবার ডালাসে বিক্ষোভ মিছিল চলাকালে রাস্তার ওপরই পুলিশের ওপর গুলি চালানো হয় । এতে পাঁচ পুলিশ নিহত হয়।

 

এদিকে, সেন্ট্রাল ডালাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে মিকা জনসন নামে এক হামলাকারী নিহত হয়েছে। তিনি একসময় সেনাবাহিনীতে ছিলেন।

 

মেয়র মাইক রলিংস জানিয়েছেন, তাদের বিশ্বাস মিকা কোনো দল বা সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে আত্মসমর্পনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেননি।

 

পুলিশ বলছে, যখন তাকে পুলিশ একটা জায়গায় ঘেরাও করে কোনঠাসা করে ফেলেছিল, তখন সেখানে পুলিশের বিশেষ রোবট পাঠিয়ে বোমার বিস্ফোরণ ঘটানো হয়, সেই বিস্ফোরণে মিকাহ জনসন মারা যান।

 

ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন জানিয়েছেন, তিনি শ্বেতাঙ্গদের হত্যা করতে চেয়েছিলেন, বিশেষ করে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের। কারণ কৃষ্ণাঙ্গদের হত্যার ঘটনায় তিনি শেতাঙ্গ পুলিশদের ওপর ক্ষুব্ধ ছিলেন।

সূত্র:রাইজিংবিডি