ডাক্তার না থাকায় সিংড়ায় গ্রামীণ চক্ষু হাসপাতাল ও হাসনা ডেন্টাল বন্ধ করল প্রশাসন

সিংড়া প্রতিনিধি:
প্রয়োজনীয় কাগজপত্র ও ডাক্তার না থাকায় নাটোরের সিংড়া বাজারের গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র ও হাসনা ডেন্টার কেয়ার বন্ধ করে দিয়েছে সিংড়া উপজেলা প্রশাসন।

সোমবার সন্ধ্যায় পৌর শহরের কলেজপাড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ভিশন সেন্টার চক্ষু হাসপাতাল ও হাসনা ডেন্টার কেয়ারে অভিযান চালিয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এই বন্ধের দণ্ডা্দেশ দেন।

এসময় গ্রামীণ ভিশন সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে সাফিয়া আক্তার নামের একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে কোন সার্টিফিকেট ও কর্তব্যরত চিকিৎসক না পাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স/অ