মঙ্গলবার , ২৩ জুলাই ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

Paris
জুলাই ২৩, ২০১৯ ৮:০০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে পৃথক বজ্রপাতে কৃষকসহ চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল গ্রামের মৃত করিমের ছেলে রবিউল, বাচ্চা মোহাম্মদের ছেলে নুরুল, একই উপজেলার আলী সাহাপুর গ্রামের মনসুর আলীর ছেলে আবু সাঈদ ( ১৩) এবং বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মৃত শরিফুদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৪৫)।

বালিয়াডাঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ জানান, রানীশংকৈল উপজেলার রবিউল ও নুরুল বালিয়াডাঙ্গী উপজেলার সরকার বস্তির আম বাগানে আম পাড়ছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অপরদিকে কৃষক আব্দুল জব্বার মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রানিশংকেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বৃষ্টির মধ্যে ঘর থেকে বাইরে বের হয় সাঈদ। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সর্বশেষ - জাতীয়