ট্রাম্পকে সমুচিত জবাব ব্রাজিল কোচের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপটা খুব একটা মন্দ কাটেনি ব্রাজিলের। দুর্দান্ত খেলেও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবু তাদের নিয়ে কৌতুক করতে ছাড়েননি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার তার সমুচিত জবাব দিলেন ব্রাজিলিয়ান কোচ তিতে। মার্কিন প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিলেন, আমাদের পাঁচটি বিশ্ব শিরোপা আছে। সেখানে একটিও নেই আপনাদের।

২০২৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তা নিয়ে আলোচনা করতে গেল আগস্টের শেষ দিকে হোয়াইট হাউসে যান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে এক ব্রাজিলিয়ান সাংবাদিকের প্রশ্নের জবাবে কৌতুক করেন ট্রাম্প, ফুটবলের দেশ… আমি মনে করি সম্প্রতি তোমাদের সমস্যা ছিল।

সদ্যই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নেইমার ও ফিরমিনোর ঘাড়ে চড়ে মার্কিন মুলুকে জয় তুলে নেয় সাম্বার দেশ। এবার এল সালভাদরের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তারা।

এর আগে তিতে বলেন, ট্রাম্পের প্রতি আমার উত্তর-আমাদের পাঁচটি সোনালি ট্রফি আছে। এটি ইতিহাস। সম্ভবত তিনি খুব ভালো করেই সেটি জানেন।

সর্বাধিক বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। সবশেষ ২০০২ সালে বিশ্ব শিরোপা ঘরে তোলেন সেলেকাওরা।