ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের ডাক

মার্কিন কংগ্রেস ‘ক্যাপিটল’ ভবনে হামলার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে তার পদ থেকে অপসারণের ডাক দিয়েছেন রাজনীতিবিদরা।

মার্কিন সেনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যূত করার আহ্বান জানান।

বেশ কয়েকজন রিপাবলিকান নেতাও ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণের কথা বলেছেন। তাদের একজন হলেন ইলিনয়ের কংগ্রেসম্যান এ্যাডাম কিনজিঙ্গার।

 

সংবিধানের ২৫তম সংশোধনীতে প্রেসিডেন্ট দায়িত্ব পালনের অযোগ্য বা অসমর্থ বলে বিবেচিত হলে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ রয়েছে।

এক বিবৃতিতে চাক শুমার বলেন, ওই ঘটনা প্রেসিডেন্টের উস্কানিতেই হয়েছে, তাই আর একদিনও তার এ পদে থাকা ঠিক নয়।

তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এখন উচিত ২৫তম সংশোধনী প্রয়োগ করা।

তিনি তা না করলে কংগ্রেসের উচিত তাকে অভিশংসন করা।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন