ট্রাফিক সপ্তাহ: প্রথম দিনে নগরীতে ৩৭৫টি মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে মহানগর পুলিশের ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের প্রথম দিনেই মোটরযান আইনে ৩৭৫টি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বলেন, রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোটরযান আইনে ৩৭৫টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে চারটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও কোনো কাগজপত্র না থাকায় ৯টি সিএনজি ও ৯টি মোটর সাইকেল আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্যদিনের তুলনায় রাজশাহী নগরীতে মোটরযান আইনে মামলার সংখ্যা বেশি। সোমবার থেকে এই অভিযান আবার চলবে।

রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, সড়কে যানবাহনের লাইসেন্স আছে কিনা, ফিটনেস আছে কিনা,রোড পারমিট আছে কিনা, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আজ সকাল থেকে এ পযন্ত চারটি মামলা হয়েছে। এছাড়া জরিমানা আদায় করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চলবে।

এর আগে গতকাল রোববার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ট্রাফিক সপ্তাহ উদযাপনের উদ্বোধন করেন আরএমপি’র পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, বিপিএম।

 

স/আ