টেলরকে গার্ড অব অনার দিলেন মুমিনুলরা

ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের বিপক্ষেই কী তবে ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস খেলে ফেলেছেন কিংবদন্তি নিউজিল্যান্ড ব্যাটার রস টেলর? পরিস্থিতি যা, তাতে আরেকবার নিউজিল্যান্ড ব্যাট করতে নামবে, সে সম্ভাবনা কম।

কারণ, কিউইদের করা ৫২১ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়ে গেছে মাত্র ১২৬ রানে। এখনও ৩৯৫ রান পেছনে টাইগাররা। অলোঅন করালে, ইনিংস পরাজয় এড়ানোই কষ্টকর হয়ে যাবে বাংলাদেশের জন্য। ফলোঅন না করালে হয়তো আরও কিছুক্ষণ ব্যাট করার সুযোগ পাবে কিউই ব্যাটাররা। তাতে হয়তো আরও একবার মাঠে নামার সুযোগ পাবেন টেলর।

তবে আপাতত সে সম্ভাবনা কমই মনে হচ্ছে। সুতরাং, বলা যায় হ্যাগলি ওভালে ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস খেলে ফেলেছেন রস টেলর।

কিছুদিন আগেই ঘরোয়া মৌসুম শেষে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা দিয়েছিলেন টেলর। সে হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ক্রাইস্টচার্চেই ছিল নিজের শেষ ম্যাচ এবং সম্ভবত নিজের টেস্ট ইনিংস খেলতে ম্যাচের দ্বিতীয় দিন, সোমবার (১০ জানুয়ারি) মাঠে নামেন টেলর। এ সময় মাঠে উপস্থিত সকল দর্শকের পাশপাশি কিউয়ি কিংবদন্তিকে গার্ড অব অনার দিলেন বাংলাদেশ ক্রিকেট দলও।

 

টেলর মাঠে নামতেই দর্শকদের করতালিতে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মুখরিত হয়ে উঠে। ৩৮ বছর বয়সী টেলরকে প্রথমে এগিয়ে গিয়ে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মমিনুল হক সংবর্ধনা জানান। এরপরেই পুরো দল টেলরকে ‘গার্ড অব অনার’ দিয়ে বিশেষ সম্মাননা জানায়।

Ross Taillor

নিজের শেষ টেস্ট ম্যাচ খেলা টেলরও স্বভাবতই প্রতিপক্ষের কাছ থেকে এমন সম্মান পেয়ে অভিভূত হন এবং টাইগারদেরও তিনি ধন্যবাদ জানান।

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অবশ্য মাত্র ২৮ রানেই আউট হয়ে সাজঘরে ফিরে যান লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক। ১১২ টেস্ট খেলা রস টেলর ক্যারিয়ারে রান করেছেন ৪৪.৬৬ গড়ে ৭৬৮৩। সেঞ্চুরি করেছেন ১৯টি এবং হাফ সেঞ্চুরি করেন ৩৫টি। সর্বোচ্চ রান তার ২৯০।

 

সূত্রঃ জাগো নিউজ