টেকনাফে ৯ রোহিঙ্গার কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শরণার্থী শিবিরে অবৈধ কার্যকলাপ ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজা প্রাপ্তরা হলেন- মোহাম্মদ ফয়সাল (২৮), শফি আলম (৩০), মোহাম্মদ এহসান (১৯) মোহাম্মদ সলিমুল্লাহ (২২), হাফিজুল্লাহ(২০) , আসাদুল্লাহ (১৮) মোহাম্মদ জুবায়ের (২০), মোহাম্মদ আবু হারেছ (১৮) ও মোহাম্মদ ইমাম হোসেন (২৫)।

বৃহস্পতিবার  রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লক থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের নিকট থেকে ছুরাও উদ্ধার করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি জানান, ক্যাম্পে থেকে কিছু রোহিঙ্গা বিশৃংখলা, গণউপদ্রবসহ অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ৯ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবুল মনসুরের আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এরপর আটক ব্যক্তিদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন