টেকনাফে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দফায়-দফায় সংঘর্ষে উভয় দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে সংঘর্ষ ঘটে।

বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই দলের নেতাকর্মীরা। এ সময় হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর গাড়িসহ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, উপজেলা বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরীর ইন্ধনে এসব ঘটনা ঘটেছে। আমার গাড়িও ভাংচুর করা হয়েছে। আমাদের একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।