টি ২০ সিরিজে অধিনায়ক সাউদি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিউজিল্যান্ড ফাইনালে খেললেও গোটা বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে একাদশে জায়গা পেয়েছিলেন টিম সাউদি। ফলে সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ পেসারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে।

কিন্তু শ্রীলংকা সফরের টি ২০ সিরিজে সেই সাউদিই পেলেন দলের নেতৃত্ব। টানা খেলার ধকল সামলাতে আসন্ন তিন ম্যাচের টি ২০ সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেস আক্রমণের নেতা ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। টেস্ট সিরিজ শেষে তারা দেশে ফিরে যাবেন।

উইলিয়ামসনের অনুপস্থিতিতে টি ২০ সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন সাউদি। ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি টি ২০ ম্যাচই হবে পাল্লেকেলেতে। লংকান কন্ডিশনে স্বাগতিকদের সঙ্গে টক্কর দিতে দলে তিন স্পিনার টড অ্যাস্টল, ইশ সোধি ও মিচেল স্যান্টনারকে রেখেছে নিউজিল্যান্ড। এছাড়া আঙুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন ঝড়ো ব্যাটিংয়ের জন্য বিখ্যাত কিপার-ব্যাটসম্যান টিম সেইফার্ট। ফেরানো হয়েছে ব্যাটসম্যান টম ব্রুস ও পেসার সেথ র‌্যান্সকেও।