টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: সুসংবাদ পেলেন আফিফ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ক্যারিয়ারসেরা টি-টোয়েন্টি ইনিংস খেলে বড় সুসংবাদ পেলেন টাইগার ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই ব্যাটসম্যান। উঠে এসেছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা র‍্যাঙ্কিংয়ে।

আরব আমিরাতের বিপক্ষ বাংলাদেশ চাপে পড়লে সেখান থেকে ১৪০ স্ট্রাইক রেটে অপরাজিত ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আফিফ। তার এই রানে ভর করে ১৫৮ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ। টাইগাররাও জেতে ৭ রানে। পরের ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও ১০ বলে ১৮ রানের মারকুটে ইনিংস খেলেন আফিফ। এই দুই ইনিংসের সুবাদে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর তাতেই ৪০তম স্থানে চলে এসেছেন আফিফ।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দলে না থাকা এই ক্রিকেটার ৩৮তম অবস্থান থেকে ৪ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২তম স্থানে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অন্য কোনো ক্রিকেটারই র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পারেননি।

 

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন