টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রত্যাশা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রত্যাশা নিয়ে কথা বলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণার পর আইসিসির ওয়েবসাইটে অধিনায়কদের প্রতিক্রিয়ায় রিয়াদ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ যেই হোক না কেন, প্রথম বল থেকেই সেরাটা খেলতে হবে। সেরা মানসিক অবস্থায় থেকে পুরো মনোযোগ ধরে রাখতে হবে। এভাবেই শুধু জেতা সম্ভব।

নিজেদের দল নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এবং আমাদের দলের এক অমূল্য সম্পদ। মুশফিকুর ও মোস্তাফিজুরও দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বেশ কিছু তরুণ প্রতিভা আছে তারা ভালো করতে মুখিয়ে আছে। আমাদের দল দারুণ ভারসাম্যপূর্ণ। আমরা যদি নিজেদের সেরাটা মেলে ধরতে পারি, আশা করি ভালো কিছুই হবে।

প্রথম রাউন্ডে বাংলাদেশের ম্যাচ
১৭ অক্টোবর : বাংলাদেশ ও স্কটল্যান্ড
১৯ অক্টোবর : বাংলাদেশ ও ওমান
২১ অক্টোবর : বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি
(প্রথম দুটি ম্যাচ রাত ৮টায় ও তৃতীয় ম্যাচ বিকাল ৪টায় বাংলাদেশ সময় শুরু। সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে)

 

সূত্রঃ যুগান্তর