টি-টোয়েন্টিতে মোসাদ্দেকের প্রথম উইকেট

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

গত বছরের ২০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেনের। এরপর শুক্রবারের ম্যাচ নিয়ে তার টি-টোয়েন্টি খেলার সংখ্যা তিনটি। ব্যাট হাতে অল্প কিছু অবদান রাখতে পারলেও বল হাতে কোনও উইকেটের দেখা পাননি এতোদিন। শুক্রবার কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে ক্লিন বোল্ড করে ছোট ফরম্যাটে নিজের প্রথম উইকেট তুলে নেন এই অলরাউন্ডার।

এখন পর্যন্ত দুটি ম্যাচে মোসাদ্দেক ব্যাট করে সংগ্রহ করেছেন ৩৫ রান। সর্বোচ্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টি-টোয়েন্টিতে ২০ রানের ইনিংস। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে পাননি কোনও উইকেট।

শুক্রবার এলো সেই মাহেন্দ্রক্ষণ; বল হাতে টি-টোয়েন্টি ক্যারিয়রের প্রথম উ্ইকেট তুলে নেন তরুণ এই অলরাউন্ডার।

উল্লেখ্য, গতবছর সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক হয়েছিল তরুণ এই ক্রিকেটারের। ওয়ানডের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে সেভাবে আলো ছড়াতে পারেননি  মোসাদ্দেক।

সূত্র: বাংলা ট্রিবিউন