টিস্যু সাশ্রয়ে ফেইস রিকগনিশন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টয়লেট টিস্যু সাশ্রয় করতে ফেইস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার হচ্ছে। শুনতে অবাক লাগলেও এটিই এখন বাস্তব।

অনেকেরই অভ্যাস আছে পানি ব্যবহারের পর কিংবা টয়লেটে স্বাভাবিকের চেয়ে অধিক টিস্যু ব্যবহার করার। এটি যে আর্থিক দিক থেকেও বিরুপ প্রভাব ফেলতে পারে তা অনেকেই হয়তো বোঝেন না কিংবা বোঝার চেষ্টা করেন না। তবে সেটি বুঝতে পেরেছে বেইজিংয়ের টেম্পল অব হেভেন কর্তৃপক্ষ। টয়লেটে যাতে একই ব্যক্তি অধিক টিস্যু ব্যবহার না করে তার জন্য প্রযুক্তির সহায়তা নিয়েছেন তারা।

 

যখন কোনো পর্যটক বা ভ্রমণকারী টেম্পল অব হেভেনে প্রবেশ করতে যাবেন তখন প্রথমেই তার ফেইস স্ক্যান করা হবে। এটি সংরক্ষিত হবে সার্ভারে।

এরপর, যখন ঐ পর্যটক টয়লেট টিস্যু ব্যবহার করতে যাবেন তখন তার ফেইস রিকগনিশন বা ভেরিফাই করতে হবে। একবার ফেইস রিকগনিশনের মাধ্যমে ৬০ সেন্টিমিটারের টয়লেট পেপার নিতে পারবেন। এর বেশি বের হবে না।

পরবর্তী ৯ মিনিটের মধ্যে যতোই ফেইস রিকগনিশন করা হোক না কেনো ঐ ব্যক্তি আর টয়লেট পেপার নিতে পারবেন না। এই প্রযুক্তির মাধ্যমে আগে যখন ২০ রোল টয়লেট টিস্যু ব্যবহার হতো, সেখানে বর্তমানে মাত্র ৪ রোল ব্যবহার হয়। শুধু এই টেম্পলই নয়, দেশটির আরও অনেক গুরুত্বপূর্ণ স্থানে এমন করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্র:টেক শহর