টিটিপি সন্ত্রাসীদেরও কারাগার থেকে ছেড়ে দেওয়া হলো

তালেবান পাকিস্তনের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) -এর বেশ কয়েকজন সন্ত্রাসবাদীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে অন্যতম হল মাওলানা ফকির মোহাম্মদ যিনি টিটিপির সাবেক উপ-প্রধান। এর আগে, আল কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করেছিলেন ফকির।

তালেবান কর্তৃক মুক্তিপ্রাপ্ত অনেক প্রধান তালেবান কমান্ডারের মধ্যে রয়েছে ওয়াকাস মেহসুদ, হামজা মেহসুদ, জারকাউই মেহসুদ, জয়তুল্লাহ মেহসুদ, ক্বারী হামিদুল্লাহ মেহসুদ, হামিদ মেহসুদ এবং মাজহার মেহসুদ। তালেবানরা এখনো পর্যন্ত উজিরিস্তান, সারগোধা, সোয়াত এবং বাজৌর কারাগার থেকে কমপক্ষে ২ হাজার ৩০০ টিটিপি কমান্ডার ও নেতাদের মুক্তি দিয়েছে।

তালেবান ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তান শাসন করেছিল এবং সেই পাঁচ বছরে তারা দেশে শরীয়া ইসলামী আইন জারি করেছিল। তাদের আইনের কঠোর ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শাস্তি প্রবর্তন করেছিল। দোষী সাব্যস্ত হত্যাকারী এবং ব্যভিচারীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তখন।

 

সূত্রঃ কালের কণ্ঠ