টিকা দেওয়া হলো হেলিকপ্টারে গিয়ে

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে গিয়ে করোনার টিকা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হেলিপ্যাড থেকে রওনা হয়ে জুরাছড়ির দুর্গম দুমদুম্যা ইউনিয়নের বগাখালী এলাকায় টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করা হয়।

এতে জেলা স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা দিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, এর আগে ৭ অক্টোবর একইভাবে ওই এলাকায় গিয়ে করোনার প্রথম ডোজ গণটিকা প্রদান করা হয়। বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র নাথের নেতৃত্বে দিনব্যাপী দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে।

স্বাস্থ্য টিমে অন্যদের মধ্যে ছিলেন- জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমাসহ স্বাস্থ্য বিভাগের তিনজন কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের তিনজন কর্মকর্তা।

জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া ওইসব দুর্গম এলাকার মানুষকে করোনা টিকার আওতায় আনা একেবারেই সম্ভব ছিল না।

 

সুত্রঃ যুগান্তর