টানা তিন দিন পরে রাজশাহীতে আজ করোনা রোগী পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক:

টানা তিন দিন পরে রাজশাহীতে আজ বুধবার করোনা রোগী পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নওসাদ আলী। তিনি বলেন, আজ (বুধবার) ৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে কারো করোনা পজেটিভ নেই।

 

এদিকে গত রবিবার থেকে রাজশাহীতে টানা তিন দিন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। প্রথম দিন করোনা পজেটিভ রোগী পাওয়া যায় জেলার পুঠিয়ায়। এরপর দ্বিতীয় দিন বাগমারায় এবং তৃতীয় দিন আবারো পুঠিয়াতে করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়।

 

এর মধ্যে দুজনই ছিলেন নারায়নগঞ্জ ফেরত আর একজন ছিলেন ঢাকা ফেরত। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা চলছে। প্রশাসন এই তিন রোগীর বাড়ি লকডাউন করে সার্বিকভাবে খোঁজ-খবর নিচ্ছে। এমনকি প্রয়োজনে খাবারও দেওয়া হচ্ছে বাড়ির সদস্যদের।

এদিকে তিন দিন পরে আজ কারো শরীরে করোনা শনাক্ত না হওয়ায় সাধারণ মানুষের মাঝেও অনেক স্বস্তি নেমে এসেছে। অনেকেই প্রার্থনা করেন যেন এই অবস্থায় থাকে রাজশাহী।

স/আর