টানা চতুর্থ বার দেশ সেরা রাজশাহী কলেজ

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ বারের মতো দেশ সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। আজ বুধবার (১৯ জুন) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ প্রতিযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় এবছরও দেশের সেরা কলেজ হিসেবে নির্বাচিত করেছে রাজশাহী কলেজকে।

একই সঙ্গে কলেজ পর্যায়ে দেশের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে রাজশাহী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী অনন্যা শাহরিন প্রমির (রোল: ২৭) নাম ঘোষণা করে। এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কেরাত পাঠে কলেজের ইতিহাস বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র মো. জাকির হোসাইনের নামও ঘোষণা করা হয়।

এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করে কলেজটি। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে টানা ৪ বার দেশ সেরায় নির্বাচিত হওয়ায় সকল শুভানুধ্যায়ীকে অভিনন্দন জানিয়েছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা.হবিবুর রহমান।

অধ্যক্ষ প্রফেসর মহা.হবিবুর রহমান জানান, রাজশাহী কলেজ যে নতুন কিছু করতে যাচ্ছে, তা দেশবাসীসহ সরকারের নজর কেড়েছে। বিশেষে করে স্টুডেন্ট লার্নিং সেন্টার চালু করায় নজর কেড়েছে সবার। এছাড়া কলেজের পরিবেশ থেকে শুরু করে সবকিছুই অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে আলাদা। রাজশাহী কলেজ সরকারের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

টানা ৪ বার দেশ সেরা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত কলেজ ‌র‌্যাংকিং-এ ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে পরপর তিনবার দেশ সেরায় হ্যাট্রিক করে কলেজটি।

স/শা