টাঙ্গাইলে সাবেক কাউন্সিলরের মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভুল চিকিৎসায় পৌরসভার সাবেক কাউন্সিলর রহিজ উদ্দিন চাঁন্দুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর করে।মঙ্গলবার সকালে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

রহিজ উদ্দিন চাঁন্দু কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঘুনী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, কর্তব্যরত ডাক্তারের ভুল চিকিৎসায় রহিজ উদ্দিন চাঁন্দুর মৃত্যু হয়েছে। এ সময় নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতালের পুরুষ ওয়ার্ডের নার্স রুম ভাঙচুর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার নিহতের স্বজনের বিচারের আশ্বাস দিলে স্বজনরা লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।পরিবার পক্ষ থেকে জানানো হয়, পারিবারিক পরামর্শক্রমে আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী ফরহাদুল হক বলেন, সকাল ৮টায় রহিজ উদ্দিন হাসপাতালের জরুরি বিভাগে বুকে ব্যথা নিয়ে এলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাশেদুল আলম প্রয়োজনীয় চিকিৎসা দেন। ভর্তি হওয়ার পর কর্তব্যরত নার্স লতিফা রহিজ উদ্দিনকে ওষুধ দেয়ার ৩০ মিনিট পর তিনি মারা যান। এ ঘটনার পর ২-৩০০ লোক হাসপাতাল ভাঙচুর করে।

এ ঘটনায় কোনো পক্ষ মামলা দায়ের করেনি বলে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান।