জয়পুরহাটে ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধিতে গবেষণা বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

জয়পুরহাটে ’ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধিতে হস্তান্তরযোগ্য বিভাগের কার্যক্রমের উপর একটি সমীক্ষা’ শীর্ষক গবেষনার উপাত্ত সংগ্রহ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে জয়পুরহাট সদও উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদে এই সেমিনাওে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপপরিচালক ও উপ সচিব প্রবীর কুমার চক্রবতী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই বিভাগের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আঃ খালেক ও গ্রন্থাগারিক মোঃ মতিউর রহমান ।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, ইউপি সচিব, ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে দুজন করে সাধারন জনগন অংশগ্রহন করেন।

স/অ