টাকা দিতে না পারায় মোটরসাইকেল নিয়ে গেল এনজিও কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
কিস্তির টাকা না দিতে পারায় মোটরসাইকেল নিয়ে গেল মানবিক সাহায্য সংস্থা নামের একটি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীরা।

বুধবার সকাল ১০টায় নগরীর বুধপাড়ার গণির ঢালান এলাকার মকসেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মকসেদ আলী গত চার মাস আগে মানবিক সাহায্য সংস্থার মহিলা ঋণদান প্রকল্প কাটাখালী শাখা থেকে ২৬ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তিনি ২৫00 টাকা করে চার কিস্তি দিয়েছেন। বুধবার কিস্তি দিতে না পারায় তার বাড়িতে এসে ‘ইয়ামাহা ডিলাক্স’ নামের একটি মোটরসাইকেল নিয়ে যায় ওই এনজিওটির মাঠকর্মীরা। পরে মোটরসাইকেলটি একই এলাকার অন্য কিস্তির সদস্যর বাড়িতে রাখেন তারা।

মকসেদ আলী অভিযোগ করে সিল্কসিটি নিউজকে বলেন, ‘আমি বাজারের কাজে গিয়েছিলাম। আমার কাছে কিস্তির টাকা ছিল না। তাই আমি টাকার ব্যবস্থা করতে গিয়েছিলাম। আর আমার স্ত্রী বড় মেয়ের বাড়িতে যাচ্ছিল। এসময় তারা নতুন বুধপাড়া ঢালান থেকে ধরে নিয়ে বাড়িতে আসে। পরে তারা আমার মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।’

এ বিষয়ে এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম সিল্কসিটি নিউজকে বলেন, মকসেদ আলী কিস্তির টাকা দিতে পারেন নি তাই আমরা তাকে ভয় দেখানোর জন্য তার মোটরসাইকেলটি নিয়ে একই এলাকার এক সদস্যের বাড়িতে রেখেছি। আমরা টাকা না দিলেও দিয়ে দেব মোটরসাইকেল।

স/আর