টাইব্রেকারে হারল ডেনমার্ক, কোয়ার্টারে ক্রোয়েশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টাইব্রেকারে ডেনমার্ককে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ক্রোয়েশিয়া। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও ক্রোয়েশিয়া ও ডেনমার্কের মধ্যকার ম্যাচটিতে ফলাফল নির্ধারিত হয়নি। তাই ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। আজ দিনের প্রথম ম্যাচটিও গড়ায় টাইব্রেকারে। আর তাতে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক রাশিয়া।

বিশ্বকাপের আসল রঙ বুঝি এটাই। এক দল আনন্দে উল্লাসে মাতবে অন্য দল চোখের জলে বিদায় নেবে। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম নাটকীয় টাইব্রেকারের সাক্ষী হলো রাশিয়ার নভগরদ স্টেডিয়াম। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

দুই দলের ফুটবলারই তাদের প্রথম শট থেকে গোল করতে ব্যর্থ হন। পরবর্তী দুটি শটে ঠিকই গোল করে ২-২ সমতায় থাকে। চতুর্থ শটে গিয়ে আবার পেনাল্টি মিস করে বসে দুই দলের ফুটবলার। কিন্তু শেষ শটে এসে আর সতীর্থদের ভুলের পুনরাবৃত্তি করেননি ইভান রাকিতিচ। পঞ্চম শট ডেনমার্কের ইয়ার্গেনসেন মিস করলেও ঠিকই গোল করে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিলেন রাকিতিচি।

আগামী শনিবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে রাশিয়ার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।