টাইগারদের ‘আমরা করব জয় গানে’ মুখরিত ড্রেসিংরুম

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন তামিম ইকবাল। মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের ছোড়া ২৯৯ রানের লক্ষ্য ১২ বল বাকি থাকতেই পেরিয়ে যায় বাংলাদেশ।

আর এই জয়ে সবচেয়ে বেশি অবদান অধিনায়ক তামিম ইকবালের। ৮৭ বলে তার ঝড়ো সেঞ্চুরিটি বাংলাদেশ দলকে লক্ষ্যে পৌঁছে দেয় অনায়াসে।

ইতিহাস বলছে, ২০০৯ সালের ১৬ আগস্ট এই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিতিয়েছিলেন তামিম। ১২ বছর আগের ওই ম্যাচে জিম্বাবুয়ের ৩১২ রান টপকে ৪ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা। তামিমের ব্যাট থেকে আসে ১৩৮ বলে ১৫৪ রানের ঝকঝকে ইনিংস।

শেষ ম্যাচ জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে উচ্ছ্বসিত তামিম। গোটা দলই যারপরনাই উচ্ছ্বসিত।

বিষয়টি বোঝা গেল ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ও ড্রেসিংরুমের আনন্দমুখর পরিবেশে।

তামিম বলেন, হ্যা এমন জয়ে তো অবশ্যই খুশি। আমার কাছে মনে হয়, দল হিসেবে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। বিশ্বকাপের আগে আমাদের আরও ১২টা ম্যাচ আছে। এই ম্যাচগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কমপ্লিট একটা দল হিসেবে বিশ্বকাপে যেতে চাই।

আর ড্রেসিংরুমে তো বাঁধভাঙা উল্লাস। আমরা করব জয় গানে সুর মিলিয়েছে সকলেই।

ক্রিকেটার নাঈম শেখ নিজের ফেসবুকে সেই ভিডিও আপলোড করেছেন। যেখানে দেখা গেছে, সাকিব, রিয়াদ, মেহেদী, সোহান, মিঠুন, রুবেল, আফিফ, নাঈমসহ বাংলাদেশ স্কোয়াডের প্রায় সবাই একজন আরেকজনের কাঁধে হাত রেখে একতাবদ্ধ হয়ে আমরা করব জয় গানটি গাইছে। সেখানে বাদ যাননি কোচিং স্টাফরাও। হেড কোপ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ প্রিন্সও গাইলেন বাংলায় – আমরা করব জয়।

 

 

সুত্রঃ যুগান্তর