টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ : শুরুর ধাক্কা কেটে উঠছে

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অধিনায়ক মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় দ্বিতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। তবে অধিনায়কত্বের শুরুটা ভালো করতে পারেননি তিনি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হয়ে গেছেন এই ওপেনার।

 

  • লেগ সাইডে রাখা টিম সাউদির বাউন্সার ঘুরিয়ে দিতে চেয়েছিলেন তামিম। তবে বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক ব্র্যাডলি ওয়াটলিংয়ের হাতে। ফলে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। এরপর মাহমুদউল্লাহ (১৯) সাজঘরে ফিরেছেন বোল্টের বলে বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে।

 

কিছু প্রাপ্তি নিউজিল্যান্ড থেকে নিয়ে দেশে ফেরার শেষ সুযোগ বাংলাদেশের সামনে।  এ লক্ষ্য নিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা।

  • মাঠে আছেন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে বড় বিপদের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে টেস্টে প্রথম ওপেনিং করতে নামা সৌম্য সরকার সেই বিপদ কাটিয়ে উঠেছেন সাকিব আল হাসানকে নিয়ে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর দুজনের অর্ধশতাধিক রানের জুটিতে দলীয় শতকে পৌঁছেছে টাইগাররা। লাঞ্চে যাওয়ার আগে ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে তারা করেছে ১২৮ রান। সৌম্য তার ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছেন। সৌম্য ৬৮ ও সাকিব ৩৯ রানে খেলছেন।

 

এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম টেস্টে ইনজুরিতে পড়ায় এদিন খেলতে পারছেন না মুশফিক, ইমরুল কায়েস ও মুমিনুল হক।