টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৮টায় মাউন্ট মঙ্গুনুইয়ে ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও বিটিভি।

 

স্কোর: নিউজিল্যান্ড ৪০/১ (৪ ওভার)

 

নো বলে শুরু মুস্তাফিজের: চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন মাশরাফি বিন মুর্তজা। নো বলে বোলিং শুরু করেন বাঁহাতি এ পেসার। ফ্রি হিটে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়িামসন বাউন্ডারি আদায় করেন।  

 

প্রথম বলে মাশরাফির উইকেট: নিউজিল্যান্ড শিবিরে প্রথম ওভারেই আঘাত করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উইকেট রক্ষক ব্যাটসম্যান লুক রনকি মাশরাফির অফস্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন। পয়েন্টে থাকা মোসাদ্দেকের বল তালুবন্দি করতে কোনো বেগ পেতে হয়নি।

 

একাদশে পরিবর্তন: বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। নিউজিল্যান্ড একাদশে তিন পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে নেই নেইল ব্রুম। প্রথম ম্যাচে অভিষেক হওয়া ম্যাট হেনরি ও লোকি ফার্গুসনকে আজ একাদশের বাইরে রাখা হয়েছে। দলে এসেছেন জিমি নিশাম, ইশ শোধী ও ট্রেন্ট বোল্ট ।

 

সিরিজ: এই ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আজ হারলেই ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও খোয়াবে মাশরাফিবাহিনী।

সূত্র: রাইজিংবিডি