টসে জিতে ব্যাটিংয়ে তামিমবিহীন বাংলাদেশ

সিল্কিসিটিনিউজ ডেস্ক:

ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অতীতটা ভুলে যাওয়ার মতো। ১২টি ওয়ানডে খেলে ১০টিতেই হার, ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

চলতি সফরে টস জয় এবং এর পরবর্তী সিদ্ধান্ত নিয়ে টেস্ট সিরিজে কম জলঘোলা হয়নি। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে অন্তত সেই সুযোগটা দিলেন না মাশরাফি বিন মুর্তজা। কিম্বারলির ডায়মন্ড ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে মাঠে নামার আগেই দুই শীর্ষ তারকাকে হারিয়ে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনে পা মচকে গেছে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। বোলিং আক্রমণের সবচেয়ে বড় অস্ত্রকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। ধাক্কার এখানেই শেষ নয়। ম্যাচের আগের দিন বলা হয়েছিল তামিম ইকবালের মাঠে নামার সম্ভবানা বেশি। কিন্তু ম্যাচের আগে দুঃসংবাদটাই সঙ্গী হলো টাইগারদের।

চোট পুরোপুরি কাটিয়ে না উঠতে পারায় প্রথম ওয়ানডে খেলতে পারছেন না দেশসেরা ওপেনার।

দলের দুই সেরা তারকাকে ছাড়া বিদেশের মাটিতে কঠিন লড়াইয়ে নেমে আক্রমণের মন্ত্র জপছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ ছাড়া ফর্মহীনতায় ভুগতে থাকা সৌম্য সরকার বাদ পড়েছেন একাদশ থেক। ইমরুলের নতুন সঙ্গী লিটন দাস।  আক্রমণ, আক্রমণ এবং আক্রমণ। টেস্ট সিরিজের অস্বস্তি ওয়ানডে সিরিজের শুরুতেই ঝেড়ে ফেলতে চান ম্যাশ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দিয়েছেন আক্রমণের ডাক।

বাংলাদেশ একাদশ
ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।