ঝকঝকে রাজশাহী রেলস্টেশন, খুশি যাত্রীরাও

নিজস্ব প্রতিবেদক:
“বাসা বাড়ির চেয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন। এছাড়া আপনার বাসা বাড়িতে গন্ধ থাকলেও রাজশাহী রেলওয়ে স্টেশন জীবাণুমুক্ত ও গন্ধহীন। রেলস্টেশনকে পরিষ্কার-পরিচ্ছন্নসহ আধুনিক সেবা দেয়া হচ্ছে যাত্রীদের।” এক আলাপ চারিতায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ কথা বলেন।
রেলযাত্রীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার বলেন, ‘টিকিট যার, ভ্রমণ তার’ এ স্লোগানকে সামনে রেখে আমরা টিকিট কালোবাজারি বন্ধে কাজ করে যাচ্ছি। অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম আরও সহজ করার জন্য চেষ্টা করা হচ্ছে।এছাড়া এনআইডি কার্ড ছাড়া টিকিট নিতে পারবে না সেই ব্যবস্থাও রেল কর্তৃপক্ষ দ্রুত করতে যাচ্ছে।’
অন্যদিকে রাজশাহী রেলওয়ে স্টেশন শতভাগ ধুমপান মুক্ত করা হয়। স্টেশনের ভিতরে ধূমপান ও বিক্রয়কারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব কারণে স্টেশনে আসা যাত্রীরাও খুশি।
সোহলে রানা নামের এক যাত্রী বলেন, ‘স্টেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা দেখে ভালো লাগে। স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে। স্বাচ্ছন্ন লাগে।’
স/আর