জয়পুুরহাট পুলিশ সুপারের দুঃখপ্রকাশ, সাংবাদিকদের কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:  জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলার আইন শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে বুধবার সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সমঝোতা বৈঠকে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি আরো বলেন, ওই দিন গোয়েন্দা পুলিশ কর্তৃক ছাত্রলীগ নেতাকে পেটানোর ঘটনায় এত বেশি পরিমাণ ফোন আসায় ‘ডিস্টার্ব ফিল’ থেকে সিনিয়র সাংবাদিকদের সাথে অনাকাঙ্খিত ওই ঘটনা ঘটেছে। পরবর্তীতে যেন এ ধরণের ঘটনা না ঘটে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকা হবে। বৈঠকে আলোচনার পর সম্মানজনক সমঝোতা হওয়ায় পুলিশ সুপারের সংবাদ বর্জন সহ সাংবাদিকদের ঘোষিত সকল কর্মসূচী প্রত্যাহার করা হয়।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) উজ্জল কুমার রায়,সহকারি পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম,মমিনুল হক,জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ,সহ-সভাপতি আবু বকর সিদ্দিক,সাধারন সম্পাদক রতন কুমার খাঁ,সাংবাদিক তপন কুমার খা,শাহজাহান সিরাজ মিঠু, আলমগীর চৌধূরী,আব্দুর রহমান রনি,আব্দুল আলীম,সাহাদুল ইসলাম সাজু,মাহমুদুল ইসলাম,নজরুল ইসলাম,আবু মুসা, মাশরেকুল আলম, রবিউল ইসলাম রুবেল,শাহিদুল ইসলাম সবুজ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
প্রসঙ্গত, আসামী ধরতে গিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলামকে গত রবিবার বিকেলে পিটিয়ে আহত করে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তব্য নিতে গেলে পুলিশ সুপার অসৌজন্যমূলক আচরণ করেন।
স/শা