জয়পুরহাট জেলা প্রশাসনের ‘জন প্রশাসন পদক-২০১৬’ অর্জন

জয়পুরহাট প্রতিনিধি:
আইসিটি খাতে ফ্রিলেন্সিং প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক/যুবতীদের আত্মকর্ম সংস্থান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘জন প্রশাসন পদক-২০১৬’ লাভ করেছে জয়পুরহাট জেলা প্রশাসন।

 
শনিবার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুর রহিম স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।

 
তিনি বলেন, আইসিটি বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় এ জেলার অন্তত ১শ বেকার যুবক/যুবতী ফ্রিল্যান্সিং এর মাধ্যমে মাসে ৫০ থেকে ১লাখ টাকা পর্যন্ত আয় করছেন। এ কার্যক্রমের সাফল্য লাভ করায় গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুরহাট জেলা প্রশাসনকে এ পদক প্রদান করেন।

 
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক অতিন কুমর কুন্ডু, সরকারী কলেজের অধ্যক্ষ মোফাখ্খারুল ইসলাম, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম হাক্কানী, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী আমিনুল হক বাবুল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধিজন উপস্থিত ছিলেন।

 
প্রধানমন্ত্রী কর্তৃক ‘জনপ্রশাসন পদক- ২০১৬’ প্রদান অনুষ্ঠান জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিটিভি থেকে সরাসরি সম্প্রচার বড় পর্দায় প্রদর্শন করা হয়।

স/শ