জয়পুরহাটে স্বাস্থ্যকর্মীদের কর্মসূচি অব্যাহত

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ১০৮টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা (সিএইচসিপিরা) চাকুরি জাতীয়করণের দাবিতে গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকের সেবা বন্ধ রেখে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে মঙ্গলবার সকালে অবস্থান কর্মসূচি শুরু করেছে সিএইচসিপিরা। এর আগে সোমবার সকাল ৯টায় জেলার পাঁচটি উপজেলার ১০৮ জন সিএইচসিপিরা কর্মবিরতি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মসূচি পালন করে।

এ সময় তারা দাবী আদায়ের লক্ষে সির্ভিল সার্জনের মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেন।

কর্মসূচি পালনকালে বক্তৃতা করেন সিএইচপিসি অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় আহবায়ক আফাজ উদ্দিন, জয়পুরহাট জেলা সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন প্রমুখ। অবিলম্বে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।

স/অ