জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার আমদই ইউনিয়নের হাঁটুভাঙা গ্রামে ঘটনাটি ঘটে। পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটে বলে পুলিশ দাবি করেছে। নিহত স্ত্রী হলেন, নাসিমা আখতার পারভিন (৩৯) ও আত্মহত্যাকারী তাঁর স্বামী আবদুল হামিদ (৪৮)।

 

শুক্রবার সকালে শয়নকক্ষে দম্পতির লাশ দেখতে পায় তাঁদের ছেলে রাকিব (১৪)।

 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এর জের ধরে আজ ভোরে স্বামী আবদুল হামিদ স্ত্রী নাসিমা আখতার পারভিনের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে নিজে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের চালার বর্গার (সিলিংয়ে) সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

 

স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে আবদুল হামিদের অষ্টম শ্রেণিপড়ুয়া ছেলে রাকিব মা-বাবার শয়নকক্ষে  ঢুকে লাশ দেখে চিৎকার শুরু করে। পরে বাড়ির অন্য লোকেরা টের পেয়ে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বিষয়টি জানান। পরে ঘটনাটি জয়পুরহাট থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। স্ত্রী নাসিমা আক্তারের পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

স/আর