জয়পুরহাটে সোমবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

নিজস্ব প্রতিবেদক,জয়পুরহাট:
আগামি সোমবার (১২ ফেব্রুয়ারী) থেকে জয়পুরহাটে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা জানায় জেলা প্রশাসন।

জয়পুরহাট জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আতম আব্দুল্লাহেল বাকি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হক।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ শরিফুন্নেছা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম সোলাইমান আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক রতন কমুার খাঁ প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত এবার মেলা বসবে জেলা কালেক্টরেট চত্তর মাঠে আর ৫টি প্যাভিলয়নে মোট ৫৫টি ডিজিটাল স্টল স্থান পাবে। মেলা শেষে মোট ১১টি ক্যাটাগরিতে ৩৯টি পুরুস্কার থাকবে অংশগ্রহনকারীদের জন্য। সরকারের উন্নয়ন কার্যক্রম সেইসাথে জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সেবার মান প্রদর্শন করা হবে এই মেলায়।

স/শ