জয়পুরহাটে বিএনপি’র বিক্ষোভে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
বিএনপি’র চেয়াপরম্যান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জয়পুরহাটে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় শহরের রেলগেটস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় এবং একসময় তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশের বাধার মুখে নেতা-কর্মীরা দলীয় অফিসের মধ্যে সমাবেশ করতে বাধ্য হয়।

এতে জেলা বিএনপির সভাপতি মমতাজ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহসভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফজলুর রহমান, সাধারন সম্পাদক নাফিজুর রহমান পলাশ, ছাত্র নেতা রিপন প্রমুখ।

পরে বিএনপি নেতা-কর্মীরা একটি হোটেলে চা খেতে গেলে সেখানেও পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে হোটেল থেকে নেতা-কর্মীদের বের করে দেওয়া হয়।

জেলা বিএনপি’র সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল বলেন, বিএনপি’র সবধরনের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ বাধা দিচ্ছে এবং অগনতান্ত্রিক আচরন করছে। পুলিশ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে দেয়না এমনকি হোটেলে বসে চা খেতেও তারা বাধা দিচ্ছে, হোটেল থেকে জোর করে নেতা-কর্মীদের বের করে দিচ্ছে।

তিনি বলেন, একটা সভ্য দেশে পুলিশের এমন আচরন কখনোই জনগন মেনে নিবেনা।

স/অ