জয়পুরহাটে প্রবাসী সহ কোয়ারেন্টাইনে ১৬৫, অফিস ও রাস্তায় জীবানুনাশক স্প্রে শুরু

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সব অফিস ও রাস্তাগুলোতে জীবানুনাশক স্প্রে কার্যক্রম চালু করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্য়ালয়ের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান মনির।

এসময় স্থানীয় সরকারের উপ পরিচালক ইশরাত ফারজানা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, জয়পুরহাটে নতুন করে আরো ৫৬ জন প্রবাসীকে সেফ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার দুপুরে সিভিল সার্জন অফিসের তথ্যমতে জেলায় মোট ১৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনের পর্যবেক্ষনে রাখা হয়েছে এর মধ্যে ১৭ জনের মেয়াদ শেষ হওয়ায় বাড়ী চলে গেছে।

স/অ