জয়পুরহাটে দ্বিতীয় দিনে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা (ভিডিওসহ)

জয়পুরহাট প্রতিনিধিঃ
ঢাকায় পরিবহন ভাংচুরের প্রতিবাদে এবং বাস ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জয়পুরহাটে দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকে মালিক-শ্রমিকদের ডাকে চলছে অনির্দিষ্টকালের পরিবহনশ্রমিক ও বাস মালিকদের কর্মবিরতি আর এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিক-শ্রমিকরা জানান, ঢাকায় বিভিন্ন পরিবহনে ভাংচুর করায় শ্রমিক ও মালিকদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ মুহুর্তে বাস এবং বাস শ্রমিকরা কেহই নিরাপদ নয়, সেকারণে জয়পুরহাট থেকে দুর পাল্লা ও আঞ্চলিক বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন তারা।

এদিকে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। হঠাৎ পরিবহন ধর্মঘটে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌছাতে পারছেন না বলে জানিয়েছেন যাত্রীরা। বাড়তি ভাড়া দিয়ে রিকশা অটোরিকশায় করে গন্তব্যে পৌছাতে হচ্ছে তাদের।

ভিডিও…

স/অ