জয়পুরহাটে চাঞ্চল্যকর ছেলেসহ চারজনকে হত্যা: একমাত্র আসামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর তালতলী গ্রামে নিজ সন্তান, শাশুড়ি ও শালিকা সহ চারজনকে কুপিয়ে হত্যা মামলায় একমাত্র আসামী সুমন হেমব্রমকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জড়িমানার আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০১৫ সালের ২০ জুন মধ্যরাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর তালতলী আদিবাসী পল্লিতে ঘর জামাই সুমন হেমব্রম স্ত্রীর পরকীয়ার অভিযোগ তুলে ধারালো অস্ত্র নিয়ে একে একে হত্যা করে ছয় বছরের সন্তান সানি হেমব্রম, শাশুড়ি সন্ধ্যা রানী (৪৮), শ্যালিকা তেরেজা মারান্ডি (২১) ও ফুফা শ্বশুর লুকাস হেমব্রমকে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন সুমনের স্ত্রী সিলভিয়া হেমব্রম। ঘটনার দিন সন্ধ্যায় সিলভিয়ার বাবা ম্যানিয়েল মারান্ডি বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। মামলার পরের দিন আসামি সুমন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরে পুলিশ তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগ দাখিলের পর শুনানি চলাকালে সাক্ষ্য প্রমাণে ঘটনার সত্যতা প্রমাণিত হলে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামি সুমনের শ্বশুর ম্যানিয়েল মারান্ডি, স্ত্রী সিলভিয়া মারান্ডিসহ পরিবারের অন্যরা।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রফিকুল ইসলাম তরুণ।

স/অ