জয়পুরহাটে কলেজগুলোর পাশের হার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট জেলার কলেজগুলোতে পাশের হার বেড়েছে। জেলার এ বছর পাশের হার গড় শতকার ৮৫ ভাগ। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে তারা। এ কলেজ থেকে মোট ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন জিপিএ-৫ অর্জন করেছে।

 
এ বছর জয়পুরহাট সরকারী কলেজ থেকে ১হাজার ১৪০ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১০২ জন। জয়পুরহাট সরকারী মহিলা কলেজে ৫০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫৩ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩২ জন। পাশের হার ৯০ শতাংশ। জামালগঞ্জ কলেজ থেকে ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৫৯ জন পাশের হার ৮৭.৫০।

 
শিক্ষা অফিসসুত্রে জানা গেছে, সদর উপজেলার কলেজগুলোর গড় পাশের হার ৮৮ ভাগ, আক্কেলপুর উপজেলার পাশের হার ৮৬, কালাই উপজেলার পাশের হার ৮৫ ক্ষেতলাল উপজেলার পাশের হার ৮৪ এবং পাঁচবিবি উপজেলার পাশের হার ৮৪ ভাগ। খোঁজ নিয়ে জানা গেছে বেসরকারী কলেজগুলোতে পাশের হার বেড়েছে কিন্তু জিপিএ-৫ এর সংখ্যা একদম কমে গেছে।

স/মি