জয়পুরহাটে ঐতিহ্যবাহী জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী।
১৯৯২ সালে এ্সএসসি ব্যাচ আয়োজিত স্কুল ক্যাম্পাসে গত বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এরপর র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. কামরুজ্জামান।

unnamed
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আক্কেলপুর পৌর মেয়র অবসর চৌধুরী, ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব, পুনমিলনী আয়োজক কমিটির সদস্য খোরশেদ আলম, ডাঃ মাহফুজার রহমান, ওয়াদুদ হোসেন মাস্টার, ইলিয়াস হোসেন মাস্টার, মেট্রো সওদাগড়, রাজেস কুমার প্রমুখ।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক এসব শিক্ষার্থীরা এদিন একত্রিত হয়ে আনন্দে মাতিয়ে ওঠেন সেই সাথে কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সন্মাননা প্রদান ও স্মৃতিচারন করেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কয়েকশ’ সাবেক শিক্ষার্থী ও শিক্ষক  অংশ নেন।
স/শ