জয়পুরহাটের সি আর ডি স্কুলে ফল মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: 
‘পুষ্টি স্বাস্থ্য অর্থ চাই, দেশি ফল বেশি খায়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের সি আর ডি স্কুল এর উদ্যোগে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ধানমন্ডি এলাকায় সিআরডি স্কুলের আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রত্যেকে আলাদা আলাদা স্টল করে তাদের সংগ্রহের ফলগুলো উপস্থাপন করেন।
সিআরডি স্কুল কর্তৃপক্ষ প্রত্যেকটি আলাদাভাবে পরিদর্শ নকরে শিক্ষার্থীদের কাছে ফলের গুনাগুন উৎপত্তিস্থল সংগ্রহের সময় ইত্যাদি বিষয়ে জেনে ছাত্রদের কাছে বর্ণনা শুনে প্রতিযোগিতা আকারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কার পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মুনিরুজ্জামান মানিক, অনারারি এ আর আসাদুজ্জামান, ভাইস প্রিন্সিপাল সৈয়দা মেহের সুলতানা, পরিচালক মাহমুদুল করিম প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ জাকির হোসেন।
ফল মেলায় মিশরীয় ডুমুর পদ্ম ফল মালবেরি আমলকি বেদানা ডালিম দেশি প্রজাতির আঙ্গুর, মালটা, খেজুর, পেঁপে, আম, জাম, লিচু, আনারস, কলা, ডেউয়া ফল, তরমুজ, বাঙ্গি, তাল, কাঁঠাল, পেয়ারা, করমজা সহ প্রায় ৬০ ধরনের মৌসুমী ফল স্থান পায়।
মেলায় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

স/শা