জয়পুরহাটের ভাদসা ইউপি চেয়ারম্যানকে হত্যার প্রতিবাদ ও মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান একে আজাদকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ।

রোববার সকালে শহরের প্রধান সড়কের কেন্দ্রীয় মসজিদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ওই ইউনিয়নের হাজার হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন।

 
মানববন্ধন চলাকালীন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, জেলা জাসদের সাধারন সম্পাদক আমেজ উদ্দীন, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক দেওয়ান বদিউজ্জামান, জেলা বাসদের সমন্বয়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, নিহত চেয়ারম্যানের বড় ভাই মুকুল মাষ্টার, ছোট ভাই সরোয়ার হোসেন স্বাধীন প্রমুখ।

 
এ সময় বক্তারা অবিলম্বে চেয়ারম্যান এ কে আজাদ হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। অন্যথায় দাবি আদায়ে আরো বৃহত্তর কর্মসুচীর হুমকি দেন তারা।

উল্লেখ্য, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ২য় ধাপের নির্বাচনে নির্বাচিত ইউপি চেয়ারম্যান এ কে আজাদকে মুখোশধারী সন্ত্রাসীরা গত ৪জুন শনিবার রাত ১০টার দিকে তাকে কুপিয়ে ও গুলি করে মারাতœক আহত করে। ৮দিন পর ১২জুন রোববার ভোর ৬টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজাদ হত্যার পর থেকেই এলাকাবাসী হত্যার বিচার দাবিতে আন্দোলন করে আসছে।
স/শ