জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান শিক্ষা প্রতিষ্ঠান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষ হাতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

শনিবার (৩০ জুলাই) দিনব্যাপি কেশবপুর স্কুল এ্যান্ড কলেজ, জোতকাদিপুর মাদ্রাসা, খানপুর জেপি স্কুলের আলাদাভাবে একাডেমিক ভবন এবং কিশোরপুর শেখ পাড়া জামে মসজিদ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সুন্দর পরিবেশে শিক্ষা বিস্তারের জন্য পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, ডিজিটাল ল্যাব, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা সহায়ক, উপবৃত্তি ব্যবস্থা করা হয়েছে। দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হলে আরো শিক্ষার মান উন্নয়ন হবে।

আয়োজিত আলাদাভাবে একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী আমের আলী দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, কেশবপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান, জোতকাদিরপুর দাখিল মাদ্রাসার সভাপতি বীর মোক্তাযোদ্ধা আব্দুল আজিজ, মাদ্রসার সুপার রাফিয়া সুলতানা প্রমুখ।

জি/আর