জো বাইডেন প্রেসিডেন্ট হলে চীন যুক্তরাষ্ট্রকে শাসন করবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে চীন শাসন করবে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, ঝিমিয়ে পড়া জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে চীন খুব খুশি হবে। যদি জো বাইডেন জয়ী হয় তাহলে চীন যুক্তরাষ্ট্রকে শাসন করবে। ইরানও চায় আমি নির্বাচনে পরাজিত হই।

এ সময় আশ্বাস দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে উত্তর কোরিয়া এবং ইরানের সঙ্গে খুব শিগগিরই চুক্তি করবো।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।